চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্নার সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর শিকদার আব্দুল আলী, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করা হয়েছে। আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।’