পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকালে পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আহম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম এ হাসিব গোলদার। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর ডাঃ জি এম আসাদুল্লাহ,পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, আবু রায়হান, এস এম সাব্বির আহমেদ, ছাত্র হাফেজ নাইম, মাষ্টার রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য দাবি পূরণে পিআর পদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে রাষ্ট্রের শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার এনে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।