পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪৭ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৯।
থানা সূত্রে জানা যায়, শনিবার( সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মোঃ জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহলের সময় কপিলমুনি ইউপির উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে ফয়সাল ফকির (২০) কে ৪৭ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১৯।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আটক ফয়সাল ফকিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।