পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাইকগাছা উপজেলার ৭০টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়।
শনিবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের কাছে সিসি ক্যামেরা হস্তান্তর করেন ডা. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং সঞ্চালনা করেন বাবু তুষার কান্তি মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান খোকন, আবু সালেহ ইকবাল, মেছের আলী সানা, প্রণব কান্তি মণ্ডল, মাষ্টার বাবর আলী গোলদার, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা সরদার, আনারুল ইসলাম, তোফাজ্জেল সরদার, সুজায়েত গাজী, মাষ্টার মুজিবুর রহমান, অধীর কুমার মণ্ডল, বিএম আকিজ উদ্দিন, মনোহর চন্দ্র সানা, বাবুরাম মণ্ডল, আবু হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান, শহিদুর রহমান, আবু হাসান, সুরঞ্জন চক্রবর্তী ও আবু হানিফ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
ডা. আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নেতাকর্মীরা যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে পূজা উদযাপনকে সফল করে তোলেন, সেটাই আমাদের প্রত্যাশা।