পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাতুল হুদা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”।
উপজেলার লতা, দেলুটি, সোলাদানা, গড়ইখালী, লস্কর, হরিঢালী, কপিলমুনি ইউনিয়নসহ পাইকগাছা পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর মেজবাহুল ইসলাম (অব.) এবং সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়িত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী খুলনা জেলার কর্মপরিষদ সদস্য ও রাড়ুলী কলেজের সিনিয়র প্রফেসর মো. আব্দুল মমিন সানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহেরা জামে মসজিদের সেক্রেটারি ও প্রেসক্লাব পাইকগাছার কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম, সাবেক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এবং মো. সোহেল আহমেদ।
বক্তারা বলেন, গাছ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তারা শামসুর রহমান ফাউন্ডেশনের এই সামাজিক উদ্যোগকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানান।