পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের কুড়ুলিয়া হেতলবুনিয়া ও কেওড়াতোলা এলাকার দুটি পূজা মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করুক, এটাই আমাদের প্রত্যাশা।
এসময়ে ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান,পরমানন্দ, অরবিন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।