পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১৪৫টি মণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে পৌরসভা, কপিলমুনি, লতা-সোলাদানাসহ বিভিন্ন স্থানে আড়তের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শুক্রবার বিকেলে শিববাটিতে উৎসবমুখর পরিবেশে পৌরসভার ৬টি মন্দিরের প্রতিমা আনুষ্ঠানিকভাবে নিরঞ্জন করা হয়।
সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমদ সেলিম নেওয়াজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃতুঞ্জয় সরদার।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। একইসাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একাধিক দফায় মতবিনিময় করে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজনে ধর্মীয় যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।