বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল কাস্টম হাউজে ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। এই টাকার সাথে কাস্টমসের রাজস্ব শারমিন আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক হাসিবুর বেনাপোল পোর্ট থানার রাজবাড়ি গ্রামের নাজমুল ইসলামের। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে।
আজ সোমবার রাত ৯ টার দিকে যশোর জেলা দূর্নীতি দমন কমিশনের (দুদকের) উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন সাংবাদিকদের জানান, কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনে প্রায় ৩ লক্ষ নগদ টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর তাদের কাছে স্বীকার করেন এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার ম্যাডামের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টম হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শারমিন আক্তার দুদককে জানান হাসিবকে আমি টাকার কথা বলেছিলাম। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসিবুরকে টাকাসহ হাতেনাতে আটক করার কারনে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জনান তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এর সাথে কাস্টমসের কোন কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা? এ সময় কাস্টম কর্মকর্তাকে কেন আটক করা হলো না সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর না দিয়ে কর্মকর্তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সাংবাদিকরা তাদের গাড়ি আটকে দিলে দুদকের এক সদস্য এক সাংবাদিকের লাথি মেরে ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশএসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেন।