মনির হোসেন, মোংলা:: মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।
নৌবাহিনী পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন বিএন স্কুল এন্ড কলেজের পাশে ট্রাস্ট ব্যাংকের সামনে লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম (ই), বিএন (পি নং-২৬৮২) এর নেতৃত্বে ১০ জন সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন ও ট্রাফিক পুলিশের ০৫ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় , প্রাইভেট কার,ট্রাক ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
উক্ত চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং বৈধ কাগজপত্র যাচাই করা। এছাড়া, বাংলাদেশ রোডস্ অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত *বৈধ্য কাগজপত্র যাচাইসহ নিচের যানবাহনসমূহ তল্লাশি করা হয়ঃ*
উল্লেখ্য, যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। মোংলা ও মোংলা বন্দর সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌ-বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।