পাইকগাছা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ অক্টোবর)
সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ওলামা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রথম অধিবেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আবু মুছা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা আবু নাঈম, সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিছুর রহমান আজাদী, জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা বিলায়েত হোসেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেছের আলী সানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন ওলামা নেতা হাফেজ সহিদুল ইসলাম, ক্বারী মো. কামরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মাওলানা ইনামুল হাসান, হাফেজ খলিলুর রহমান ও মাসুম বিল্লাহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে মাওলানা দিদারুল ইসলামকে আহ্বায়ক এবং ক্বারী মো. শফীকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করেন খুলনা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা বিলায়েত হোসেন ও জেলা সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুছা।