মনির হোসেন:: চাঁদপুরের হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার) ১৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাইমচর থানাধীন লামছড়ি, কাটাখলী লঞ্চঘাট, বারো তহবিল ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাল হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিনষ্ট করা হয়। জব্দকৃত বোট চাঁদপুর হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ৮ জন জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাইমচর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।