চিতলমারী প্রতিনিধি:: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগান নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে একটি র্যালী হয়।
র্যালি শেষে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল শেখানো হয়।
পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইয়াদা দিলরুবা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খানম, চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ সেলিম হোসাইন ও ফায়ার ফাইটার আজিজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।’