নিজস্ব প্রতিবেদক:: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১২ অক্টোবর ) ভোলাস্থ লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে, ডাওরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
উক্ত অভিযানকালে লালমোহন চরলক্ষীর মাদক ব্যবসায়ী মোঃ শরীফ এবং মোঃ সাগরকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১৭৪ পিচ ইয়াবা এবং ব্যবসায় ব্যবহৃত ৫০ হাজার ৬০০ টাকার অধিক টাকা পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও টাকাসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।