অরুন দেবনাথ ডুমুরিয়া প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া ডিগ্রি কলেজের প্রধান গেটের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে আজ সকাল ১০টায় ঢাকায় শিক্ষকদের উপর সাম্প্রতিক পুলিশের হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অংশগ্রহণ করেন।এসম উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ ফেরদৌস খান, উপাধ্যক্ষ বিষ্ণুপদ মণ্ডল , সহঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাস খান,অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক শিশির কুমার সিংহ,অধ্যাপক শেখকামরুজ্জান,সহ:অধ্যাক্ষ মহিদুজ্জামাব গাজী, সহঃ অধ্যাপক মোঃ আচ্ছাদুর রহমান,সহঃ অধ্যাপক মোঃ বকুল হোসেন,সহঃ মাগছুরা খাতুন, সহঃ অধ্যাপক তানজিনা আক্তার, সহঃ অধ্যাপক চন্দনা রানী, সহঃ অধ্যাপক সিনিদ্ধা বেগম, সহঃঅধ্যাপক সফিকুল ইসলাম, সহঃ অধ্যাপক বিধু ভুষন সরকার সহ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের উপর অন্যায়ভাবে হামলা চালানো শুধু লজ্জাজনক নয়, এটি শিক্ষাব্যবস্থার প্রতি চরম অবমাননা। শিক্ষকরা সবসময় শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন, কিন্তু সাম্প্রতিক ঘটনাটি পুলিশি বর্বরতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিযোগ করেন বক্তারা।