দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে রাষ্ট্রীয় সামাজিক সুবিধাপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপি ২টি গ্রুপে বানিশান্তা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মতবিনিময় সভার উদ্বোধন ঘোষনা করেন বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়। সভায় অতিথি হিসেবে সরকারের বিভিন্ন সুয়োগ- সুবিধা বিষয় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা অনিমেশ মন্ডল, বানিশান্তা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়াম্যান এনায়েত শরিফ, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানিশান্তা ইউনিয়ন পরিষদ সদস্য দিলিপ কুমার মন্ডল, মানিক কুমার জয়, পাপিয়া মিস্ত্রী, গৌতম মন্ডল, হিল্লোল সরকার, প্রকল্পের কর্মকর্তা রায়মোহন প্রমুখ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রকল্প এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস। প্রশিক্ষনটি বানিশান্তা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ৬০ জন নারী-পুরুষের সমন্বয় ২টি পর্বে অনুষ্ঠিত হয়।
Leave a Reply