এম জালাল উদ্দীন, পাইকগাছা:: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী,ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, পীযুষ মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম, উপজেলা সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, দেবাশীষ সরদার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ দমন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা সহ পৌরসভা অভ্যন্তরে কাঠ পুড়িয়ে চিংড়ি মাছ শুকানো (খটি ঘর) বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।