
চিতলমারী প্রতিনিধি:: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচন সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী শিপ্রা মজুমদার, ভারতী মন্ডল ও ছন্দা মন্ডল।
আলোচনা সভা শেষে সমবায়ী ছন্দা মন্ডল ও কৃষ্ণা মন্ডলকে ঋণের টাকার চেক দেওয়া হয়।
Leave a Reply