স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি এই পদ থেকে সরে দাঁড়ালেন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান দায়িত্বে অসন্তুষ্টির কারণে সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংক্ষিপ্তভাবে তিনি ক্রিকবাজকে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চায়নি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, বর্তমানে তার দায়িত্ব পালন করে আর তিনি সন্তুষ্ট নন।
এই পদত্যাগ এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ড দল দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে।