পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় মানবিক উদ্যোগে এক প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার প্রদান করেছেন বিএনপি নেতা এস.এম. রফিকুল ইসলাম রফিক। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ অঞ্চলের রাস্তাঘাট, বেড়িবাঁধসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থেকে কাজ করে আসছেন।
প্রতিবন্ধী কিশোর ইয়াসিন (১৪) পাইকগাছার নোয়াকাটী গ্রামের মৃত আসলাম মালীর ছেলে। শুক্রবার(৭ নভেম্বর) বিকালে উপজেলার হরিদাসকাটী আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইয়াসিনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা হুমায়ুন কবির, আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইনসহ শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শেখ ইদ্রিস, হাবিবুর রহমান, আসলাম বিশ্বাস, আব্দুল মান্নান মালী ও মিজানুর রহমান প্রমুখ।
এসময় হরিদাসকাটী বেগম জালাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির দরিদ্র শিক্ষার্থী রিয়া আক্তারকে এক সেট গাইড বইও প্রদান করা হয়।
মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।