চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৮ টায় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু এ তফশীল ঘোষণা করেন। এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী ও অন্যন্যা যুগ্ম আহবায়ক এবং নির্বাচন কমিশনারগণসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু তফশীল পাঠ করে জানান, আগামী ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি হবে। মনোনয়নপত্র জমা ১২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৬ নভেম্বর এবং ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ব্যবসায়ীদের ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে। মোট ভোটার ৭০৮ জন। এবারের নির্বাচনে ৫টি পদ নির্ধারণ করা হয়েছে।