পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আহম্মদ আলী বাঁচা, মোঃ নরুল আমিন পলাশ, মোঃ আব্দুর রশিদ, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহাদাৎ হোসাইন ও মোঃ রাজু আহমেদ জিনারুল ইসলাম।
সভায় প্রেসক্লাব পাইকগাছার দ্বিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ক্লাবের সকল সদস্য'কে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর উপর গুরুত্ব আরোপ করেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।