মোংলা প্রতিনিধি:: নতুন রক্তদাতাদের সন্ধানে মোংলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মোংলা পোর্ট পৌরসভার নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে খাদিজাতুল কোবরা (রাঃ) নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্যাম্পের আয়োজন করে উপজেলাব্যাপী পরিচিত সেবামূলক সংগঠন পিস অর্গানাইজেশন।
ক্যাম্পে রাজিয়া ডায়াগনস্টিকের পরিচালক ডাঃ মেহেদি হাসান হাবিব এবং ল্যাব টেকনোলজিস্ট আশিক বিল্লাহ উপস্থিতদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি ওমর ডেন্টাল কেয়ার-এর পরিচালক ওমর ফারুক রোগীদের ডেন্টাল চেক-আপ সেবা প্রদান করেন। বিকাল-সন্ধ্যা জুড়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নেগেটিভ (নতুন) রক্তযোদ্ধাদের রক্তদানে উৎসাহ দিতে সংগঠনের পক্ষ থেকে কাস্টমাইজড টি-শার্ট উপহার দেওয়া হয়।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আবু হানিফের নেতৃত্বে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী ইমরান হুসাইন ঈসা, খান তাহিদুল, মারুফ বিল্লাহ, বনি আমিন, অনিক হোসেন, মুশফিকুর রহমান, শরিফুল ইসলামসহ সংগঠনের একঝাঁক নিরলস স্বেচ্ছাসেবী।