নিজস্ব প্রতিনিধি:: খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ রবিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে তারুণের উৎসব, ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ক্রীড়া তারুণের শক্তিকে আরো উজ্জীবিত করে। যুবকদের কর্মক্ষমতাকে জাগ্রত করতে বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। বর্তমানে বাংলাদেশে ফুটবলের একটা জোয়ার বইছে। যুবক শ্রেণি আবার খেলার মাঠে আসছে, এটা দেশের জন্য ইতিবাচক। তিনি যশোরে এ টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বেলুন ও কবুতর উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।