মনির হোসেন:: খুলনার রূপসায় ৪দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে নিঁখোজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার (১২ নভেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৯ নভেম্বর রবিবার রাত ১১ টায় খুলনা রুপসা ঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটের পন্তুনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত ২ জন ব্যক্তি রুপসা নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় সূত্রে উক্ত বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রূপসা হতে একটি ডুবুরিসহ উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দল চলমান ৪ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ ১২ নভেম্বর বুধবার দুপুর ২ টায় রুপসা রেল ব্রীজ এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ যাত্রী মহিদুল হক মিঠু (৪০) এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে রূপসা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এখনো নিখোঁজ অপর যাত্রীর উদ্ধার অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।