আদালত প্রতিবেদক:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, অঙ্গীকার করেছিলাম যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক, অপরাধ করলে প্রাপ্য বুঝিয়ে দিতেই হবে। এই রায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন।
বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন ঘোষণার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু থেকেই নানা বাধা ও চাপের মুখে এগিয়েছে। কিন্তু আইনের প্রতি আস্থা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি থেকেই প্রসিকিউশন কখনো পিছিয়ে যায়নি।
তিনি বলেন, আইন সবার জন্য সমান। কেউ রাষ্ট্রের শীর্ষে থাকলেই দায়মুক্ত নয়।
রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ছিল। ট্রাইব্যুনাল চত্বরে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ প্রমাণ ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এখন সিদ্ধান্ত জানাতে প্রস্তুত। এ মামলার মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থা আবারও দেখিয়েছে—ন্যায়বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না।
তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য প্রতিশোধ নয়, ইতিহাসের দায় থেকে মুক্তি। বিচার যেন প্রমাণ হয় অন্যায়ের ওপর ন্যায়বিচারের জয় অবধারিত।
রায়ের আগে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নানা জল্পনা চলছিল। তবে প্রসিকিউটরের মতে, বিচারিক প্রক্রিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, কেবল প্রমাণই কথা বলবে।