বেনাপোল প্রতিনিধি:: ৮৫ যশোর,শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী সমাবেশে লাখো মানুষের ঢল। এখানে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, নারীর অগ্রযাত্রা ও মাদকমুক্ত শার্শা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শিকারপুর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃপ্তির আগমনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শার্শার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ঢল নামে এ মাঠে।
এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এই জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।”
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন। বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তবুও জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে কেউ পিছু হটেননি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমি নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না। নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য ভাতা ও চাকরির সুযোগ তৈরি করা হবে। খাল পুনঃখনন, শিল্পায়ন ও কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
এ সময় তিনি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ'র সঞ্চালনায় ২নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, মুনতাসিম আজিম সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, ছাত্রদল নেতা শাহানুর রহমান শাওন, বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।