পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে “দাঁড়িপাল্লা” প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। দিনব্যাপী পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর)
দিনব্যাপী এ গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস. এম. আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহম্মাদুল্লাহ, পৌর আমির ডা. আসাদুল হক, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি নাজমুজ সাকিব, ৫নং ওয়ার্ড সভাপতি সোহেল আহম্মেদ, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর ওলামা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির এবং ৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মন্টুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে বক্তারা বলেন, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের আস্থা ও সমর্থন নিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বিশ্বাস প্রকাশ করেন, জনগণ শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।