মনির হোসেন, মোংলা:: মোংলা উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যােগে ফিসনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় উপজেলা বহুপক্ষীয় মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বহুপক্ষীয় মৎস্য জীবী নেটওয়ার্ক কমিটির সভাপতি মোঃ সুমন হাওলাদার , এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান এবং কমিটির ১৭ জন সদস্য সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করা হয়। সমবায় সমিতি গঠন, সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য যোগাযোগ করে তালিকায় সহযোগিতা করা সভায় আলোচনা করা হয়। জেলে কার্ডদারী মৎস্য জীবীদের আলাদা করে মৎস্য সমবায় সমিতি করার বিষয় আলোচনা হয়। অবমুক্ত খাল গুলি খনন করার বিষয়ে আলোচনা করা হয়।