নিজস্ব প্রতিবেদক:: সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিউএইজ সম্পাদক নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে নতুন এই নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, নিউএইজ সম্পাদক নূরুল কবীর, দ্য ফিন্যান্সিয়াল সম্পাদক শামসুল হক জাহিদ, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। অনলাইনে যুক্ত ছিলেন পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ।
সভায় উপস্থিত নবযুক্ত সদস্যদের মধ্যে ছিলেন কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক আবু তাহের, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)।
সম্পাদক পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর। নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি নূরুল কবীর, সম্পাদক, নিউএইজ, সহ-সভাপতি তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক, বণিক বার্তা, সহকারী সাধারণ সম্পাদক রুশো মাহমুদ, সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ, নির্বাহী সদস্য: মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার, মতিউর রহমান চৌধুরী, প্রধান সম্পাদক, মানবজমিন, মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো, মো. মোজ্জাম্মেল হক, সম্পাদক, করতোয়া, এ. এম. এম. বাহাউদ্দিন, সম্পাদক, দৈনিক ইনকিলাব।
নবনির্বাচিত সভাপতি নূরুল কবীর ভবিষ্যতে সম্পাদক পরিষদকে আরও সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।
বর্তমান সভাপতি মাহফুজ আনাম তার সমাপনী বক্তব্যে বলেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরও দৃঢ়ভাবে কাজ করবে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যেকোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।