বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবকের হাতের আঙ্গুল উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত বিপ্লব হোসেন ককটেল নির্মাতা ও বিক্রেতা মহসিন হোসেনের ছেলে। বিপ্লব হোসেনের বাবা মহসিন এলাকায় বোমা কারিগর হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি একটি মামলায় জেল হাজতে আটক রয়েছেন। এলাকাবাসীর ধারণা বিপ্লব হোসেন রাতের আঁধারে ককটেল অন্যত্র সরানোর চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে আহত হন।
বিস্ফোরণে বিপ্লবের হাতের আঙ্গুল উড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এতে বিপ্লবের প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আজ দুপুরের দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করে।
ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। শার্শা থানা পুলিশের ইনচার্জ আব্দুল আলিম পুলিশ জানায়, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তিনি।