সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি::দিনাজপুরের ঘোড়াঘাটে পঞ্চিকার তিথি অনুসারে মঙ্গলবার সনাতন ধর্মলম্বীদের নবান্ন উৎসব পালিত হয়।
যদিও সরকারীভাবে মঙ্গলবার ৩রা অগ্রাহায়ন চলছে। এর এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় ঘোড়াঘাট পুরাতন বাজার ঘোড়াঘাট থানার প্রধান গেটের সামনে বসে নবান্নের বিভিন্ন রসদ সামগ্রী। সূর্যদ্বয়ের সাথে সাথেই এই বাজার শুরু হয়। দুরদরান্ত থেকে বিক্রেতারা এসে তাদের পসরা সাজিয়ে বেঁচাকেনা শুরু। করে। নবান্নর প্রয়োজনীয় উপাদানগুলি হলো নতুন মাটির হাড়ি পাতিল, আমন ধানের নতুন চাউল, পানিফল, আখ, মাছআলু, কপিসহ নতুন তরিতরকারী। সরজমিনে দেখা গেছে ঘোড়াঘাট পৌর পুরাতন বাজারের নির্দিষ্ট স্থানে সনাতন ধর্মালম্বীরা তাদের প্রয়োজনীয় জিনিশপত্র ক্রয় করছেন। তবে দামটা একটু রেশি যেমন আমনের সিদ্ধ। চাউল ১শত টাকা কেজি ও আলো চাউল ১২০টাকা প্রতি কেজি বিক্রয় হচ্ছে। বাজার করতে আসা ঘোড়াঘাট হিন্দু অধুষিত কাদিমনগরের বিনয় সাহা জানালেন, আজ আমাদের ১লা অগ্রাহায়ন শুরু হয়েছে, আজকের দিনে আমরা নতুন চাউল ও অন্যান্য নতুন সামগ্রী দিয়ে নবান্ন উৎসব পালন করি। তিনি আরো জানালেন আমরা নতুন চাউল ছাড়া আমাদের উৎসব হবে না। বানিয়া পাড়ার প্রবীন ব্যাক্তি কানু সাহা জানালেন, কিছু ব্যাতিক্রম ছাড়া আজ আমাদের প্রতিটি ঘরে নবান্ন উৎসব পালন করা হচ্ছে।