দাকোপ প্রতিনিধি:: সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দূর করে ঘুষ দূর্ণীতি মুক্ত উন্নয়ন ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়তে এনসিপি বদ্ধ পরিকর। সেই লক্ষ্য অর্জনে ভোটারদের আস্থা অর্জন করে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনে এনসিপি মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের সংগঠক মোঃ ওয়িদুজ্জামান উপরোক্ত কথা বলেন। তিনি দাকোপ অঞ্চলের উন্নয়ন ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তার দিয়ে বলেন, অতীতের রাজনীতিতে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তারা এ দেশের নাগরিক হিসাবে স্বাধীন ভাবে বসবাস ও মতামত উপস্থাপন করতে পারবে। সভায় তিনি আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় তার সাথে জাতীয় নাগরিক পার্টির দাকোপ উপজেলা সমন্বয়ক অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম রশীদ, এনসিপি ও ছাত্র সংগঠক মোজাম্মেল সরদার, আফসানা মীম, ফাহমিদ ইয়াসি এবং শিকদার বোখারী উপস্থিত ছিলেন।