মনির হোসেন:: মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট ও পণ্য পাচারকালে ৪ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২২ নভেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন কালাদুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর ঢালচর বিআইডব্লিউটিএ পন্তুনের পাশে এসে ইচ্ছাপূর্বক বোটটি ডুবিয়ে দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল নদীতে থেকে জীবিত ৪ চোরাকারবারীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট কোমল পানীয় (টাইগার) মাদকের বিনিময়ে মায়ানমারে পাচারের চেষ্টা করছিল।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।