আন্তর্জাতিক ডেস্ক:: ফুটবল মাঠের বাইরে গিয়ে এবার হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ডিনারে এসে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিলেন আল-নাসরের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে উপস্থিত হওয়া এই তারকার ছবি ও ভিডিওগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার কেন্দ্রে আসে এক অদ্ভুত বৈপরীত্য।
এদিন হোয়াইট হাউস ডিনারে ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার রোনালদোকে উঁচু দেখাচ্ছে। ডিনারের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন রোনালদো। আর ঠিক সেই মুহূর্তগুলো থেকেই শুরু হয় উচ্চতা নিয়ে বিতর্ক।
প্রেসিডেন্টের সরকারি উচ্চতা বারবার ৬ ফুট ৩ ইঞ্চি হিসেবে নিশ্চিত করা হলেও, রোনালদোর পাশে দাঁড়ানো ছবিতে তাকে খাটো মনে হওয়ায় সামাজিক মাধ্যমগুলোতে দ্রুতই 'মিম' এবং জল্পনার ঝড় ওঠে।
অনেকে মন্তব্য করেন, কেউ একজন মিথ্যা বলছেন, বা ‘ট্রাম্পের জুতোয় কি বিশেষ সোল লাগানো?’। আবার কেউ কেউ রোনালদোর জুতোয় ‘লুকানো হিল’ থাকার জল্পনাও তুলেছেন। এমনকি ছবিগুলো ‘এআই দ্বারা তৈরি’ বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন।
অনেকে আবার প্রশ্ন তুলছেন, ৬ ফুট ৩ ইঞ্চি দাবি করা ট্রাম্পের চেয়ে ৬ ফুট ২ ইঞ্চির রোনালদোকে লম্বা দেখাচ্ছে, রহস্য কোথায়?
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চতা সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল পরীক্ষায় ৬ ফুট ৩ ইঞ্চি হিসেবে পুনঃনিশ্চিত করা হয়েছে। কিন্তু ছবি ও ভিডিওগুলোর বৈপরীত্য দেখে বিশেষজ্ঞরা অন্য সম্ভাবনার দিকে ইঙ্গিত করছেন।
বিশেষজ্ঞদের মতে, রোনালদো একজন ক্রীড়াবিদ হিসেবে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে যে শারীরিক কাঠামো তৈরি করেছেন, তার সোজা মেরুদণ্ড এবং সঠিক অঙ্গবিন্যাস তাকে বাস্তবে যা, তার চেয়ে বেশি লম্বা দেখাতে পারে।
অন্যদিকে, কেউ কেউ অনুমান করছেন যে ট্রাম্প হয়তো পুরোপুরিভাবে তার সরকারি উচ্চতা অনুযায়ী দাঁড়াননি বা তার অঙ্গবিন্যাসে সামান্য ত্রুটি ছিল, যার কারণে রোনালদোর পাশে তাকে খাটো মনে হয়েছে।
ডিনারে ট্রাম্প রোনালদোর প্রশংসা করে জানান যে, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ফ্যান’। যদিও এই প্রশংসা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য, কিন্তু সব আলোচনাকে ছাপিয়ে রোনালদোর স্রেফ সোজা দাঁড়িয়ে থাকার ভঙ্গিটিই তাকে নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।