নিজস্ব প্রতিনিধি:: বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রাণীসম্পদ খুলনা বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ এ,বি,এম, জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেডেন্ট ও উপপরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্টেন্স সচেতনতা বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সংশ্লিষ্ট পোল্ট্রি ফার্মের মালিক, ব্যবসায়ীগণ সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।