সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে আদিয়ানা ফাউন্ডেশনের আয়োজনে এবং হেলথ কেয়ার মডেল ক্লিনিক অ্যান্ড ডিজিল্যাব-এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় এলাকায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ, চর্মরোগ, নারী স্বাস্থ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যার পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় রোগনির্ণয় পরীক্ষা ও ঔষধও বিনা মূল্যে দেওয়া হয়। আদিয়ানা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তারা। দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও নিআয়ের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।