চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জায়গা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কলাতলা ইউনিয়নের ডোবাতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ৪ জনকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
গ্রামবাসিরা জানান, ডোবাতলা গ্রামের রফিকুল ইসলাম ও জামাল সরদার পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে শনিবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রফিকুলের পক্ষের মোঃ শরিফুল ইসলাম (৩০), মোঃ সজিব সরদার (২৮), আরিফ সরদার (২৩) ও সামছুনাহার (৬০) আহত হন। অপরদিকে, জামাল সরদার পক্ষের জামাল সরদার (৬০), আসাদ সরদার (৪৫), কামরুন্নহার (৩৫) ও শাহা আলম সরদার (৪৮) আহত হয়েছে।
মামলার বাদি রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল বাহিনীর হামলায় আমার পরিবারের এক নারীসহ ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ৪ জন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।’
জামাল সরদারের ভাই শাহা আলম সরদার বলেন, ‘ওদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে রেখেছে। ওরা কোন সালিশ বিচার মানে না। শনিবার ওই যায়গা দিয়ে হাটাকে কেন্দ্র করে আমাদের উপর হামলা করে। হামলায় আমাদের পক্ষের ৪ জন আহত হয়েছে।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।