আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যের তিন দেশে একই সময়ে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় একটি হালকা ভূমিকম্প রেকর্ড করে দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।
সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি অবস্থিত হরাত আল-শাকা আগ্নেয় ভূখণ্ডের প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎস। এলাকায় আগ্নেয়গিরির প্রকৃতি থাকায় ভূমিকম্পের ঘটনাটি বিশেষ নজর কাড়লেও, এখন পর্যন্ত কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
সৌদি আরবের পাশাপাশি একই সময় ইরাক ও ইরানেও শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। সেখানে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। দুই দেশের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোও কম্পনটি নিশ্চিত করেছে।
তবে তিন দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে।