নিজস্ব প্রতিবেদক:: সাত কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তবর্তী সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তার নাম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
শিগগিরই তাদের নতুন দায়িত্বস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হবে।