পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর হাটে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত উর্ধ্বমুখী সম্প্রসারিত দ্বিতল বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশন।
জানা যায়, দেশব্যাপী গ্রামীণ হাটবাজারগুলোর আধুনিকায়ন ও কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণে সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআইডিপি) এর আওতায় ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। ২ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের উপর দ্বিতল বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ ২০২৩ সালে সম্পন্ন হয়। তবে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ভবনটি গ্রহণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সর্বশেষ মঙ্গলবার (২৫ নভেম্বর-২৫) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনালী কনস্ট্রাকশনের ম্যানেজার মাসুদ হাসান ভবনটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। প্রতিষ্ঠানটির মালিক সাতক্ষীরা জেলার আলহাজ্ব আব্দুল হাকিম।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, আমরা আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নিয়েছি।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।