দাকোপ প্রতিনিধি :: খুলনার দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আওতাধীন
ডিআরআর সিসিএ প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সহিদুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্যহ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আবুল বাসার, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশীষ ঢালী প্রমুখ। এসময়ে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থা মিলিতভাবে দূর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।