দাকোপ প্রতিনিধি:: বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দাকোপে মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুলের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা সদর চালনা এম এম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মানে দেশ নায়েক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বলেন অবহেলিত দাকোপ বটিয়াঘাটার উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার লক্ষ্য। চাঁদাবাজ দখলদারদের সাথে আমার কোন সম্পর্ক নেই। শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ওই সকল অপরাধীদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহন করবো ইনশাল্লাহ। খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব আল আমিন সানার পরিচালনা অনুষ্ঠিত বিশাল এই জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, আয়ুব আলী কাজী আব্দুস সাত্তার আকন, জসিম উদ্দিন, আসাবুর রহমান হাওলাদার, মানস গোলদার, যুবনেতা অমল গোলদার, আনোয়ার হোসেন আনো, ছাত্রনেতা মাসুম বিল্লাহ, রেহানা ইসলাম, কৈশল্যা রায়, মঞ্জিলা পারভীন, কানিজ ফাতেমা প্রমুখ।