বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার আওতাধীন বেনাপোল বিওপি, রঘুনাথপুর, শাহজাদপুর এবং আমাড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা ভারতীয় বিভিন্ন পন্যসহ ২ জন চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলো-যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (২৮) ও নামাজগ্রামের কামরুল হাসানের ছেলে রাব্বি হোসেন (২৭)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে টহল দলের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ী, কম্বল, শাল চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সারজিক্যাল সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ টহল চলমান রয়েছে।আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় এবং উদ্ধারকৃত ভারতীয় পন্য কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে ।