বাগেরহাট প্রতিনিধি:: অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন শ্রদ্ধেয় ড. মোঃ আতিকুস সামাদ । এর আগে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ২৬.১১.২০২৫ ইং তারিখের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। তিনি বিগত ১৯.০৩.২০২৩ ইং তারিখে সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বাগেরহাটে যোগদান করেন। ইতঃপূর্বে তিনি রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টে প্রায় ০৩ বছর কর্মরত ছিলেন।