বেনাপোল প্রতিনিধি:: বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপি এবং ৮৫-যশোর-১ শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। আর এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ৭১'র পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি দল এদেশের সরল প্রাণ মুসলমানদের অনুভুতিতে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। মহান আল্লাহ ছাড়া কোন দল বা ব্যক্তির পক্ষে জান্নাত বিক্রি করা সম্ভব নয়। তিনি ধর্ম ব্যবসায়ীদের কাছে থেকে দুরে থাকার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানান। তিনি আজ বিকালে বেনাপোল বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরন করেন এবং ব্যবসায়ীদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বেনাপোল বড়আঁচড়া ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, শাহাবুদ্দিন আহমেদ,আব্দার রহমান, ইদ্রিস আলী, আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাবেক সাধারন সম্পাদক মফিজুর রহমান সজন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন।