পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নক-আউট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন। শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।
আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন এবং জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলার নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আমিনুল ইসলাম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আমরা চাই, আমাদের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের টুর্নামেন্ট সমাজে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে, যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়।
আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।