চিতলমারী প্রতিনিধি:: খুলনায় ৮ দলের সমাবেশ সফল করতে বাগেরহাটের চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মিরা বিশাল বিশাল মিছিল সহকারে অংশ গ্রহন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এ মিছিলটি রওনা দেয়। মিছিলের নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাংগঠনিক সম্পাদক মাওলনা মিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু সাঈদ, কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ একলাচুর রহমান, হিজলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা সোহেল শেখ ও শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলনা আব্দুল কাদের প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনার শিববাড়ী বাবরী চত্বরে বিভাগীয় সমাবেশ সফল করতে আমরা যোগ দিতে যাচ্ছি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টিসহ আটটি আন্দোলনরত রাজনৈতিক দলের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ‘সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’