পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, পথ যেন হয় শান্তির মৃত্যু নয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত দুই পরিবারের মাঝে দুটি মাদি ছাগল প্রদান করা হয়। নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার সভাপতি এইচ এম সফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, নিসচার সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুল আজিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা ঠিকাদার সমিতির সভাপতি এমএম আ. সামাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, যুবনেতা হুরায়রা বাদশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সড়ক দূর্ঘটনায় আহত পরিবারের সদস্য কপিলমুনি শ্রীরামপুরের কল্যাণী বিশ্বাস ও শান্তি বেগমকে নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার পক্ষ থেকে দুটি মাদি ছাগল তুলে দেওয়া হয়।