বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন ধরনের ভারতীয় পন্যসহ এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় টার্মিনালের বিজিবির তল্লাশি টেবিলে ওই যাত্রীর ব্যাগ থেকে ভারতীয় পন্য উদ্ধার করা হয়।আটক যাত্রী কলকাতার খিদিরপুর গ্রামের আবু তাহের আলীর ছেলে মোঃ আবু ইব্রাহিম আলী (২৩)। তার পাসপোর্ট নম্বর AD450818।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত যাত্রীর ব্যাগ তল্লাশি করে Wincerex সিরাপ ৪ বোতল, Blue Horse Premium Hookah Tobacco ১১ প্যাকেট, থ্রি-পিস ৭টি, শাড়ি ৩টি, ওড়না ৫টি, শাল/চাদর ১টি, টাইটান ঘড়ি ১টি এবং Oppo Reno 5G মোবাইল ১টি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানায়, আটককৃত ব্যক্তিকে নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য জব্দ মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।