আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উসমা খানম জানিয়েছেন, কারাগারে থাকা তার ভাই পুরোপুরি সুস্থ আছেন। তার এ বক্তব্যের মাধ্যমে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ছড়ানো গুজবের অবসান হলো।
মঙ্গলবার কারা কর্তৃপক্ষ উসমা খানমকে ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ দেয়। তারা প্রায় ৩০ মিনিট কথা বলেন। উসমা সাংবাদিকদের বলেন, “ইমরান খানের স্বাস্থ্য একদম ভালো। তবে তিনি খুব রাগান্বিত এবং বলেছেন, তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।” তিনি বলেন, ইমরান সারাদিন সেলে বন্দি থাকেন, সামান্য সময়ের জন্যই বাইরে যেতে পারেন। ইমরান কাউকেই ফোন বা যোগাযোগ করতে পারছেন না।
ইমরান খানের সঙ্গে তার বোন উসমা খানের সাক্ষাৎ দিনেই ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের সামনে প্রতিবাদ করেছে পিটিআই। দলটি দাবি করছে, কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবার বা দলের কেউই তার সাথে দেখা করতে পারছিলেন না। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, ২৭ অক্টোবর থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি।
এদিকে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে পাকিস্তান সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, ১৪৪ ধারা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, তারা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা ১৪৪ জারি করেছেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বিবেচনায়।
তালাল আরও বলেন, সন্ত্রাসীরা রাজনৈতিক সমাবেশ, আদালত বা গুরুত্বপূর্ণ স্থানে হামলা করার সুযোগ খোঁজে। তারা সোশ্যাল মিডিয়া ও ভিপিএন ব্যবহার করে নিজেদের পরিচয় লুকায়। তাই সরকার পিটিএ (টেলিকম কর্তৃপক্ষ) এর সঙ্গে মিলে ভিপিএন সম্পর্কিত একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে। তিনি মনে করিয়ে দেন যে, আদালত নির্দেশ দিয়েছে—রাষ্ট্রীয় সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। তাই তিনি আশা করেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে রাজনীতিতে অংশ নেবেন না।
তালাল দাবি করেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। রাজধানীতে আগেও একটি ঘটনা ঘটেছে এবং এখনও হুমকি রয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ৩০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিন দিনের জন্য ধারা ১৪৪ জারি রয়েছে। আদিয়ালা কারাগারের দিকে যাওয়ার পথ এবং ইসলামাবাদের রেড জোনে যাওয়ার কিছু রাস্তা বন্ধ করা হয়েছে।
পিটিআই নেতা আসাদ কায়সার জানান, তারা ইসলামাবাদ হাইকোর্টের সামনে প্রতিবাদ করবেন এবং পরে আদিয়ালা কারাগারের দিকে যাবেন। গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীকে অষ্টমবারের মতো ইমরানের সাথে দেখা করতে বাধা দেওয়া হলে তিনি কারাগারের সামনে ধর্মঘট করেছিলেন। ইমরানের বোনেরাও এভাবে বহুবার কারাগারের সামনে বিক্ষোভ করেছেন। পিটিআই দাবি করেছে, গত ১৯ নভেম্বর কারাগারের সামনে প্রতিবাদ করার সময় ইমরান খানের বোনদের পুলিশ হেনস্তা ও আটক করেছিল।